কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ২০২০-২০২১ সালের সাধারণ নির্বাচন ২৫ শে ফেব্রুয়ারি
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারো জমে উঠেছে কুষ্টিয়ার আদালতপাড়ার সাধারণ নির্বাচন। তফশিল ঘোষণার পর প্রকাশ্যে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল প্রচার নামলেও এখন পর্যন্ত অন্য কোন প্যানেল নির্বাচনী প্রচারে তেমন একটা মাঠে নামেনি। কিছুদিন আগেও নিরব থাকা কুষ্টিয়া আদালতপাড়া নির্বাচনী আমেজে সরব হয়ে উঠেছে। আদালত চত্বরে প্রার্থী ভিন্ন ভিন্নভাবে সেরেস্তার সামনে কর্মী সমর্থকদের নিয়ে জমিয়ে তুলছেন নির্বাচনী প্রচার ও মতবিনিময় সভা। নির্বাচন নিয়ে আইনজীবীদের মাঝে উত্তাপের আমেজ বইছে । প্রার্থীরা খুব জোরে-সরেই নেমেছেন নির্বাচনী মাঠে। চলছে নিজ নিজ সেরেস্তার আইনজীবীদের নিয়ন্ত্রণের জোর চেষ্টা। পেশাগত হাজারো ব্যস্ততার মধ্যেও ভোটকে কেন্দ্র একে অপরের সাথে দেখা করছে এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা।আগামী ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ২০২০-২০২১ সালের সাধারণ নির্বাচন। এ উপলক্ষ্যে গত রবিবার প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোন প্রার্থীই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। আজ সোমবার বিকেল ৩টায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে । তবে নির্বাচন কমিশন সাংস্কৃতি সম্পাদক পদে ৩জন, সিনিয়র সদস্য পদের ১জন এবং জুনিয়র সদস্য পদের ২জন প্রার্থীর মনোনয়নপত্র ত্রুটিজনিত কারনে বাতিল করেছে বলে নির্বাচন কমিশন নিশ্চিত করেছেন। এবারের নির্বাচনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন-সিনিয়র আইনজীবী এ্যাড. এ্যাড. এস.এম আনসার আলী। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এ্যাড. মতিয়ার রহমান ও এ্যাড. আশরাফ হোসেন।নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, এবারের নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সভাপতি পদে দুইজন প্রার্থী তারা হলেন-কুষ্টিয়ার পাবলিক প্রসিকিউটর (পিপি) বর্তমান সভাপতি এ্যাড. অনুপ কুমার নন্দী ও সিনিয়ার আইনজীবী এ্যাড. আব্দুল জলিল। সিনিয়র সহ-সভাপতি পদে দুইজন এ্যাড. কাজী ইমদাদুল হক ও তানজিলুর রহমান এনাম, সহ-সভাপতি দুইজন এ্যাড. মঞ্জুরী বেগম ও এ্যাড. আব্দুল ওদুদ। সাধারন সম্পাদক পদে চার জন তারা হলেন-সিনিয়র আইনজীবী বর্তমান সাধারন সম্পাদক এ্যাড. শেখ মোহাম্মদ আবু সাঈদ, সিনিয়র এ্যাড.আকরাম হোসেন দুলাল, সিনিয়র এ্যাড.খাদেমুল ইসলাম ও সিনিয়র এ্যাড. রফিকুল ইসলাম সবুজ।
যুগ্ম-সম্পাদক পদে ৪ জন এ্যাড. আল মুজাহিদ হোসেন মিঠু, এ্যাড. এস.এম .মনোয়ার হোসেন মুকুল, এ্যাড. ইকবাল হোসেন টুকু ও এ্যাড. শহিদুল ইসলাম বাবু। কোষাধ্যাক্ষ পদে দুইজন এ্যাড. আব্দুর রশিদ, এ্যাড. বুলবুল আহমেদ। লাইব্রেরী সম্পাদক পদে দুই জন এ্যাড. এস.এম. শাতীল মাহমুদ ও এ্যাড. মোস্তাফিজুর রহমান। সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় একজন প্রার্থী নির্বাচিত হতে যাচ্ছেন। দপ্তর সম্পাদক পদে তিন জন আবুল হাশিম, এ্যাড. মনোয়ারুল ইসলাম মনিরুল ও আসলাম উদ্দিন। সিনিয়র সদস্য ৪ টি পদে ৮ জন প্রার্থীর মধ্যে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ পদে বর্তমানে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন এরা হলেন-সিনিয়র এডভোকেট ও কুষ্টিয়ার অতিরিক্ত পিপি এ্যাড. নিজাম উদ্দিন, এ্যাড. শামসুজ্জামান মনি, এ্যাড. তরুন কুমার বিশ্বাস, এ্যাড. কাজী সিদ্দিক আলী, এ্যাড. আব্দুর রহীমসহ ৮ জন। জুনিয়র সদস্য ৪ টি পদে ৭ জন প্রার্থীর মধ্যে ২জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে ফলে এ পদে ৫ প্রার্থ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- এ্যাড. শামীম হোসেন, এ্যাড. সাইফুল ইসলাম দিপু, এ্যাড. মখলেছুর রহমান পিন্টু, এ্যাড. ইমরান হোসেন দোলন সহ ৭ জন। । তপশীল অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার ২০২০-২০২১ সাল মেয়াদী কমিটির নির্বাচন সমিতির নিজস্ব ভবনে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে একটানা বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।